ঢাকা সিলেট মহাসড়কের শাহজীবাজারে দুই ট্রাকের সংঘর্ষ
তারিখ: ৩-জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার \

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকায় মালবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। দুমড়ে যাওয়া ট্রাক দুইটি হাইওয়ে পুলিশ রেকার দিয়ে উদ্ধার করে সরায়। এ সময় কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। 
জানা যায়, ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০৩৭১) এর সাথে বিপরীত থেকে আসা আমবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৩৮০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালক লিটন আলী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ পরে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।

প্রথম পাতা