মাধবপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
তারিখ: ৩-জুলাই-২০২৫
মাধবপুর প্রতিনিধি \

মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মাধবপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্ল্যাহ। মঙ্গলবার রাতে মাধবপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, কে এম শামছুল হক, রাজিব দেব রায় রাজু, মাহমুদুল হাসান রনি, হামিদুর রহমান, জুলহাস উদ্দিন রিংকু, মশিউর রহমান মুর্শরদ, হাফিজ ভূইয়া, কয়েস সালমান, রাজা বাছির, রিংকু দেব নাথ প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি সহিদ উল্ল্যাহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। মাধবপুরকে মাদকমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন। তিনি আরো বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

প্রথম পাতা