হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
তারিখ: ৩-জুলাই-২০২৫
নিজস্ব প্রতিনিধি \

অত্যন্ত ঝাঁকজমকপূর্ন জমজমাট পরিবেশে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৯ জুন রবিবার নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে নাচ, গান, মিউজিক্যাল পিলো গেমস, ক্যাপুল গেমস  ও অন্যান্য খেলাধুলাসহ র‌্যাফল ড্রয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে নাড়ীর টানে হবিগঞ্জবাসীর সর্বস্তরের মানুষের সতস্ফুর্ত অংশগ্রহণে বনভোজন ও মিলনমেলাটি যেন প্রবাসে মিনি বাংলাদেশ/হবিগঞ্জে রূপধারণ করে। মিলন মেলায় একে অন্যের সাথে দীর্ঘদিন পর দেখা হওয়ায় যেমন করে কোলাকোলি তেমনি আড্ডা, আনন্দ ও উল্লাসে মেতে উঠেন নারী, পুরুষ ও শিশুরা। অনুষ্ঠান শেষে রাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক এর প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআরএস এনরোল্ড এজেন্ট এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটি  ইনক এর ট্রাস্টি ওয়াছি চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন এক্সিডেন্ট কেইস-এর এটর্নী রবাট এইচ ব্রেন্ট এসকিউ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি’র উপদেষ্ঠা ও জামাইকা ফ্রেন্ড সোসাইটির সাবেক সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্ঠা মোঃ মোবাশ্বির চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর  ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ নজমুল হাসান কুবাদ, সংগঠনের উপদেষ্ঠা রমিজ খান, অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহম্মেদ, উপদেষ্ঠা ছুরত আলী মাস্টার, উপদেষ্ঠা তাজুল ইসলাম, উপদেষ্ঠা লিয়াকত আলী, বনভোজন কমিটির আহবায়ক মোঃ শফিউদ্দীন তালুকদার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জামাইকা ফ্রেন্ড সোসাইটির সাবেক সেক্রেটারী রেজাউল আজাদ ভ‚ইয়া,  বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, বনভোজন উপদাযাপন কমিটির সমন্বয়কারী সৈয়দ জিয়াউল হাসান, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও বনভোজন উদযাপন কমিটির সদস্য আবুল কালাম আজাদ টিপু, অর্থ সম্পাদক রুবেল মিয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বনভোজন উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব ইমরান আলী টিপু, প্রচার ও দপ্তর সম্পাদক জুনেদ আলী খান, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মোশারফ হোসেন,  সদস্য জহির আহমেদ রাহুল, সদস্য গোলাম রহিম শ্যামল, সদস্য জালাল তালুকদার, আব্দুল গনি, মাহরিন মালিটি সার্ভিস এর কর্ণধার মোশারফ চৌধুরী, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ আছকির, সাধারণ সম্পাদক আমির আলী, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি প্রফেসর আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সাইদ চৌধুরী কুটি, সাধারণ সম্পাদক সুকান্ত হরে, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহেদ, সাবেক সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, চুনারুঘাট এসোসিয়েশন ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক ফখরুল আবেদীন, মুকিদুল ইসলাম, তাজুল ইসলাম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জুবায়ের, নাছির আহম্মেদ, সোহাগ চৌধুরী, আতিক খান, কবি আবু তাহের, সৈয়দ সাইফুর রহমান মুন্না, কাউছার চৌধুরী, আবু তাহের চৌধুরী, আফজল আলী, মিঠু আলী, হামদান চৌধুরী, সৈয়দ আমজল হোসেন বাচ্চু, সোহাগ খান, ফেরদৌস আহমেদ, ফারুক আহমেদ, শায়েস্তাগঞ্জের অলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর চৌধুরী, সাবেক সিআইডি অফিসার কামরুল ইসলাম, বিএনপি নেত্রী নাজনীন আক্তার শাম্মী, সাবেক ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন, নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর, সাধারণ সম্পাদক এহসানুল হক বাবু। অনুষ্ঠানের প্রচারে ছিলেন মোহাম্মদ আলী খান জুনেদ। শেষে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে স্পন্সর করেন রবার্ট এইচ ব্রেন্ট, (এটর্নি এট ল), এটর্নী মঈন চৌধুরী, সৈয়দ নজমুল হাসান কুবাদ, মারিয়া মারটিনস, রোকন-হাকিম, বদরুল চৌধুরী, মাহরিন মাল্টি সার্ভিসেস ইনক, জম জম ড্রাগ ফার্মেসী, সেফ হেলথ মেডিকেল, চৌধুরী প্রফেশনাল ইনক, ফখরুল ইসলাম দেওয়ান, ওয়াসি আইআরএ এনরোল্ড এজেন্ট, ফ্যামিলি কেয়ার আর এক্র ফার্মেসী, স্টারলিংক ডায়াগনস্টিকস সেন্টার। এদিকে উপস্থিত থেকে যুক্তরাষ্ট হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির ইনক’র বনভোজনকে শতভাগ সফল করায় অতিথিবৃন্দ, স্পন্সরকারী ব্যক্তি/প্রতিষ্ঠান এবং হবিগঞ্জবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংগঠনের সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক।

প্রথম পাতা