হবিগঞ্জ শহরসহ আদালত প্রাঙ্গণে ফুঁ পার্টির উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। তাদের হাত থেকে কেউই রেহাই পাচ্ছেন না। আইনজীবী ও সহকারী সমিতি দালাল, বাটপারদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালালেও ফুঁ পার্টির বিরুদ্ধে অভিযান না করায় দিন দিন তাদের দৌরাত্ম বেড়েই চলেছে। প্রতিনিয়তই বিচারপ্রার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে তারা। এদের প্রধান টার্গেট হচ্ছে আদালতপাড়া, হাসপাতাল, বাসস্ট্যান্ড, জনবহুল এলাকা। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই আদালত পাড়ার বিভিন্ন ফটকে তারা উৎপেতে থাকে। বিচারপ্রার্থী আসামাত্রই বিভিন্ন প্রলোভন দিয়ে টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। গত ১ সপ্তাহে আজমিরীগঞ্জের মনতাজ মিয়ার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা, ইনাতাবাদ জঙ্গল বহুলার রফিক মিয়ার কাছ থেকে ২৫শ টাকা, বানিয়াচংয়ের বাছির মিয়ার কাছ থেকে ২ হাজার টাকা, নবীগঞ্জের তাজ উদ্দিনের কাছ থেকে ২৫শ টাকা নিয়ে যায়।
গতকাল বুধবার দুপুরে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় এক ব্যক্তি চুনারুঘাট থেকে নামলে পথে চক্রের সদস্যরা তাকে প্রলোভন দিয়ে টাকা হাতানোর সময় স্থানীয় লোকজন আওয়ালকে আটক করে। এ সময় বাবুলসহ অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়া হয়। এর আগেও বাবুল, আওয়াল, সফিক, হারুন, ফরিদসহ অনেকেই পুলিশ ও যৌথবাহিনীর হাতে আটক হয়ে কারাগারে যায়। কিন্তু আইন দুর্বল হওয়ায় বেরিয়ে এসে পুনরায় একই কাজ করে। বিচারপ্রার্থী ও ভুক্তভোগীরা জানান, শুধু প্রশাসনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না। এ বিষয়ে আইনজীবীসহ কোর্টের কর্মকর্তারা এ বিষয়ে আরও সচেতন হতে হবে। তবেই এদের দমন করা যাবে।