সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত চোর ও বৈষম্য মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত সদর থানা ও যৌথবাহিনীর সাড়াশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তারা হল, উমেদনগর গ্রামের চোর হানিফ মিয়া, ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী, সজিব আলী ও বৈষম্য মামলার আসামি একেএম জাকারিয়া চৌধুরী। গতকাল বুধবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। সদর থানার ওসি তদন্ত সজল সরকার জানান, এ অভিযান নিয়মিত চলবে।