শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে ‘নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধ’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় হাইওয়ে থানা প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী সকলের সচেতনতার উপর জোর দেওয়া হয়। সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার মো: রেজাউল করিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পথচারী,সব পক্ষের সচেতনতা প্রয়োজন। প্রত্যেকটি গাড়ি নিয়ম মেনে মহাসড়কে চলবে। সবাই যখন নিয়ম মানবেন, তখন মহাসড়কে বিশৃঙ্খলা থাকবে না এবং আমরা একটি নিরাপদ মহাসড়ক উপহার দিতে পারব। পুলিশ সুপার আরও বলেন, অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে। অবৈধ যানবাহন যেমন - গ্রীনলাইন, বিলাস, সিএনজি, নাবানা, ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস, এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ মহাসড়কে চলাচল করতে পারবে না। তিনি জানান, ইতিমধ্যেই শেরপুরে একটি এমন গাড়ি জব্দ করা হয়েছে এবং মহাসড়কে এই ধরনের যানবাহন পেলেই সেগুলো জব্দ করা হবে। এই অভিযান চলমান থাকবে। এছাড়া, মহাসড়ক সংলগ্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান দ্রæত শুরু হবে বলেও তিনি জানান। তিনি মনে করেন, মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলা এবং যত্রতত্র পারাপার বন্ধ করতে পারলেই অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ের সিলেট রিজিওয়নের সহকারী পুলিশ সুপার মির্জা মো: সাইজুদ্দিন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা সভায় সভাপতিত্ব করেন। ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, জনগণের সহযোগিতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা কঠিন। আমাদের এই প্রচেষ্টা সচেতনতার মাধ্যমে আরও এগিয়ে নিতে চাই। সভায় অন্যদের মধ্যে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। উপস্থিত সকলেই মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করার আহŸান জানান। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন মহসিন মিয়া।