মাধবপুরে হাওর অঞ্চলের মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। গতকাল বুধবার (২ জুলাই) উপজেলার হরিশ্যামা, বোয়ালিয়া খাল ও ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে ৩৩টি চায়না দুয়ারি, ২১টি কারেন্ট জাল এবং ১টি মাছ ধরার চাঁই জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক। তিনি জানান, হাওর অঞ্চলে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে এবং এ অভিযান মৌসুমজুড়ে অব্যাহত থাকবে। পরে জব্দকৃত চায়না দুয়ারি, কারেন্ট জাল ও মাছ ধরার চাঁই উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেমের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার দেশের জলজ সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সরকার এসব জালের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।