পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় বাহুবলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বাহুবল উপজেলায় একযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষিজমির মাটি ব্যবহার করার অপরাধে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইটভাটাগুলোর কাগজপত্র, কার্যক্রম ও কাঁচামাল যাচাই করা হয়। অভিযানে দেখা যায়, কয়েকটি ভাটায় কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ভ্রাম্যমাণ আদালত কৃষিজমির মাটি ব্যবহার করার দায়ে ইন্তাজ ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে আইন মেনে ইটভাটা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম বলেন, "ইটভাটার কারণে কৃষিজমি ধ্বংস হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে