শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ চুনারুঘাট সড়কের দুর্গাপুর চানভাঙ্গা এলাকায় সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার পুত্র। চুনারুঘাট থানার (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠছে এলাকার আকাশ বাতাস।