স্টাফ রিপোর্টার ॥
যীশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পুলিশ সুপার জেলার বিভিন্ন গির্জায় উপস্থিত হয়ে ধর্মযাজক ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। বড়দিনসহ সকল ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় গির্জার ধর্মযাজকবৃন্দ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বড়দিনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার সকল গির্জা ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।