স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবীন আইনজীবী ও সাবেক পিপি দেওয়ান মসউদ চৌধুরী (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে.....রাজিউন। গত বুধবার দিবাগত রাত ১২.১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। বৃহস্পতিবার বাদ জোহর হবিগঞ্জ শহরের রাজনগর জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে তাকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই মেয়াদে হবিগঞ্জ দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।