চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
তারিখ: ২৬-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে চুনারুঘাট উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে চুনারুঘাট থানাধীন চন্ডীছড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি তিনটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জালাল হোসেন (৪৫)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নান্দেড়াই (মুন্সিপাড়া) এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। 
র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।