স্টাফ রিপোর্টার ॥
ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১-এর গভর্নর লায়ন ড. সারওয়ার জাহান জামিল বলেছেন, লায়ন্স ক্লাব মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ওয়ার্ল্ড সার্ভিস মাস সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়। মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে লায়ন্স সদস্যদের আরও সক্রিয় হতে হবে। ‘অক্টোবর সার্ভিস-২০২৫’ উপলক্ষে গত শনিবার হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে ১০০ জন অসচ্ছল নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জাতীয় শোকদিবস উপলক্ষে অন্যান্য বছরের মতো বর্ণাঢ্য র্যালিসহ আনুষ্ঠানিকতা না রেখে এবছর সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি পালন করা হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের সহসভাপতি লায়ন মোঃ মর্তুজ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি লায়ন সৈয়দ আমিনুল হাসান এবং কেবিনেট ট্রেজারার ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি রোজিনা সারওয়ার মুনা, কেবিনেট সেক্রেটারি লায়ন তানভীর আহমেদ, কেবিনেট ট্রেজারার আবু বকর সিদ্দিক, ‘অক্টোবর সার্ভিসÑ২০২৫’-এর চেয়ারম্যান লায়ন মীর শফিকুল আলম কনক, কনভেনশন চেয়ারপারসন লায়ন কাজী সালাহ উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, সাবেক প্রেসিডেন্ট লায়ন প্রকৌশলী মনসুর রশিদ কাজল, চার্টার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, ট্রেজারার লায়ন মোঃ খালেদ গনি, লায়ন অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাশ, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন মামুনুর রশিদ, লায়ন বিশ^জিৎ বণিক চন্দন, লায়ন রাম বণিক, লায়ন অক্ষয় রায় ও লায়ন সুনীল চন্দ্র দাশ।
এছাড়াও লিও প্রেসিডেন্ট পলাশ রায় তুষার, ট্রেজেরার লিও বিশাল রায়, লিও জগৎ রায় অর্নব, অমিত সরকার, রিংকু সুত্রধর, অসীম রায়, সজন দাশ, প্রীতম রায়, বিশ্বজিৎ কর্মকার ও মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।