মাধবপুর প্রতিনিধি ॥
মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান 'ডেভিল হান্ট ফেইজ-২'-এর আওতায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. ওয়াহেদ অলক। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মুরশেদ খানের নেতৃত্বে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. ওয়াহেদ অলককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ওয়াহেদ অলক দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মুরশেদ খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।