শহরের যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা
তারিখ: ২৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের যানজট নিরসন ও নিবন্ধনকৃত টমটম চলাচলে শৃংখলা বজায় রাখতে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল রবিবার বিকেলে পৌরসভার সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ আবুল হাসিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে যানজট নিরসন ও টমটম চলাচল নিয়ন্ত্রনের উপর প্রজেক্টরে একটি প্রতিবেদন উপস্থাপন করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। পরে সভায় অতিথি হিসেবে অংশগ্রহনকারী শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং টমটম চলাচলের সাথে সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ যানজট নিরসনে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। জানুয়ারী মাসের প্রথম দিক থেকে শহরের প্রধান সড়ক ও ব্যাকরোডে পৃথক পৃথকভাবে টমটম চলাচলের উদ্যোগটি পরীক্ষামুলকভাবে চালু হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এছাড়াও টমটম চালকদের প্রশিক্ষনের উদ্যোগ নেয়া হবে বলে এ সভায় জানানো হয়। 
সভায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ইসলাম তরফদার তনু, এডভোকেট মোঃ নুরুল ইসলাম, সৈয়দ মুশফিক আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, ‘নিরাপদ সড়ক চাই’ হবিগঞ্জ এর সভাপতি আবু নাসের মোঃ শহীন, মুক্তিযোদ্ধা সন্তান টিপু আহমেদ, টমটম শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রথম পাতা