বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ- এর ১ম মৃত্যুবার্ষিকী আজ
তারিখ: ২৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

আজ সোমবার (২৯ ডিসেম্বর) হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ল্যান্স নায়েক মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ-এর ১ম মৃত্যু বার্ষিকী। তিনি হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা। আজ মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সুলতান মাহমুদপুরে নিজ বাড়িতে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের বন্ধু-শুভাকাঙ্খি ও আত্মীয়-স্বজনকে উপস্থিত থাকার পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে লন্ডন প্রবাসী সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রানা আহ্বান জানিয়েছেন এবং তিনি তার মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২৬ মার্চ জন্মগ্রহন করেন ল্যান্স নায়েক মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর  তাঁর নেতৃত্বে হবিগঞ্জ মুক্ত হয়। মুক্তিযোদ্ধারা প্রথম হবিগঞ্জ শহরে প্রবেশ করে অস্ত্র উচিয়ে হবিগঞ্জকে মুক্ত ঘোষণা করেন। পরে হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করা হয়। এসময় শহরবাসী বাংলার দামাল মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানায়। তারা জয় বাংলা স্লোগান দিয়ে মুক্ত হবিগঞ্জ শহরের রাস্তায় নেমে এসে বিজয়ের উল্লাস প্রকাশ করেন। গত বছরের ২৯ ডিসেম্বর মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ মারা যান। পরে নিজ বাড়িতে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

প্রথম পাতা