নবীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা
তারিখ: ২৯-ডিসেম্বর-২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি ॥

 নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদপুর এলাকায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার ছিট ফরিদপুর গ্রামের উর্বর ধানী জমিতে এক্সেভেটর দিয়ে মাটি (৩য় পাতায় দেখুন) কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
এ সময় ঘটনাস্থলে কৃষিজমি থেকে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারায় ফরিদপুর গ্রামের আব্দুল গণির পুত্র শিমুল আহমেদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই উর্বর ধানী জমির মাটি কেটে জমির প্রকৃতি পরিবর্তন করছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন- “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা এবং জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। গত কয়েকদিনে এ ধরনের অভিযানে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও কেউ আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না।”

প্রথম পাতা