স্টাফ রিপোর্টার ॥
মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর (শনিবার) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল নূরের সভাপতিত্বে এবং কাজী মাওঃ ছলিম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ আলেমে দ্বীন আল্লামা কমর উদ্দিন চৌধুরী সাহেব ফুলতলী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ অর্থনীতিবিদ ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজা কিবরিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান আলী।
এছাড়া অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এফ.কে.এম শাহজাহান, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাওঃ মুজিব উদ্দিন, মাওঃ নিজাম উদ্দিন জালালী, ডাঃ মোঃ শাহিদুর রহমান, তোফায়েল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী মাওঃ মোস্তফা কামাল, জাহির উদ্দিন, আমির মাহবুব প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মাওঃ মোঃ আব্দুস শহীদ।
উক্ত অনুষ্ঠান প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে মাদ্রাসা থেকে প্রকাশিত স্মারকগ্রন্থ আশ-শামস্ এর মোড়ক উন্মোচন করেন আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।