স্টাফ রিপোর্টার ॥ ১০ দলীয় জোটের শরীকদের সম্মান জানিয়ে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে সরে গেলেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ মোঃ জিল্লুর রহমান। গতকাল রোববার রাতে নিজের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোষ্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। আমীরে জামায়াত তাকে প্রত্যাহার করায় তিনি খুশি মনে মেনে নিয়েছেন বলে উল্লেখ করেন এবং জোটের প্রার্থীকে ওই আসনে বিজয়ী করতে করতে তিনি সকলের প্রতি আহ্বান করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমরা দলের বিজয় নয়, দ্বীনের বিজয় চাই। ১০ দলীয় জোটের শরীকদেরকে সম্মানজনক আসন দিয়ে জোটকে শক্তিশালী রাখার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জ ২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ জিল্লুর রহমান আজমীকে আমীরে জামায়াত প্রত্যাহার করে নিয়েছেন’। ‘আমি অ্যাডভোকেট শেখ মোঃ জিল্লুর রহমান আজমী এ সিদ্ধান্তকে বিনয়াবনত চিত্তে খুশি মনে মেনে নিলাম এবং স্বাগত জানাচ্ছি। সেই সাথে সংগঠনের সকল নেতাকর্মী, সুধী, শুভাকাঙ্খী,আত্মীয়-স্বজন ও হবিগঞ্জ-২ আসনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মানিত সকল ভোটারদেরকে সংগঠনের সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে মাঠ পর্যায়ের সংগঠন ও জনশক্তিকে শক্তিশালী করার কাজে মনোযোগ দিতে অনুরোধ জানাচ্ছি। আমরা দলের বিজয় নয় দ্বীনের বিজয় চাই। জোটের প্রার্থী ও নেতৃবৃন্দকে এ আসনে দ্বীনকে বিজয়ী করার জন্য জীবন বাজি রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি। এ কাজে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ’।