চুনারুঘাট উবাহাটায় আল-ইত্তেহাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন
তারিখ: ২৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় (শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন) আল-ইত্তেহাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজ ও আধুনিক শিক্ষার সমন্বিত কাঠামোর সিলেবাসে স্থাপিত ব্যতিক্রমধর্মী মাদ্রাসাটির শুভ উদ্বোধন করা হয়।
গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ধানমন্ডি সোবহানবাগ জামে মসজিদের খতিব, বাংলাদেশ ব্যাংকের শরীয়া বোর্ডের সদস্য, হবিগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ শাহ ওয়ালী উল্লাহ।
প্রধান বক্তা ছিলেন সিলেট কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব, সৌদি সরকারের মোবাল্লিগ, সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওঃ কাজী মুখলিছুর রহমান, হবিগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হবিগঞ্জ -৪ আসনের এমপি পদপ্রার্থী ওলি উল্লাহ নোমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল মীর এ কে এম নুরুন্নবী উজ্জ্বল, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লেয়াকত হাসান, শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি শাহ আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মুফতি মাওলানা শফিকুর রহমান পীর সাহেব, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক অলি উল্লাহ জহির, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, ইসলামী একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুশ শহীদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব, উবাহাটা শাহজালাল রঃ শাহী ঈদগাহের খতিব ওবায়দুল হক আফরোজ মিয়া প্রমুখ। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য পেশ করেন সিলেট আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল ও গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলের সভাপতি ডাঃ শামসুর রহমান, উদ্যোক্তা পরিচালক মোঃ নুরুল হক ও ইয়াসির খান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন, দীননাথ ইন্সটিটিউট সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মানিকগঞ্জ রাওয়ান বিন রমজান গ্রানাডা মাদ্রাসার অধ্যক্ষ, হবিগঞ্জের কৃতি সন্তান মাওঃ আবু সাঈদ মাহমুদ আজহারী, চুনারুঘাট সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন মিসবাহ, শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শহীদ উদ্দিন, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, ফেয়ার মাইন্ডজ ফাউন্ডেশন সদস্য মাওঃ তাজুল ইসলাম, হাফেজ আব্দুল আহাদ ও তাজুল ইসলাম লাল, মরহুম আব্দুল খালেক চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান সোয়েব হক চৌধুরী, মারকাজুত তাহফিজ মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কাওছার আহমদ প্রমুখ।
মাদ্রাসার প্রকল্প পরিচালক মাওঃ আফজাল জাহান ইমরান ও মাদ্রাসার অধ্যক্ষের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ ইশতিয়াক আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য পেশ করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামুল ইসলাম মাদানী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়েখ শাহ ওয়ালী উল্লাহ বলেন, সুশিক্ষা অর্জনের অন্যতম মাধ্যম হল মাদ্রাসা, আর আধুনিক দ্বীনি শিক্ষার ক্ষেত্রে আল-ইত্তেহাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা বলিষ্ঠ ভূমিকা রাখবে। মাদ্রাসাটি ইলম ও আমলকে সমানতালে প্রাধান্য দিবে বলেই আমরা বিশ্বাস করি।
প্রধান বক্তা শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী বলেন, গতানুগতিক পদ্ধতি পরিহার করে কারিকুলাম ভিত্তিক আল কোরআন বোঝার উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে মাদ্রাসাটি যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত অত্যাধুনিক ব্যবস্থাপনা। আধুনিক সমাজ বিনির্মাণে মুসলিম শিক্ষার্থীদের গড়ে তুলতে এ মাদ্রাসা অগ্রপথিক হিসেবে কাজ করবে।
বিশেষ অতিথি সৈয়দ লেয়াকত হাসান সাহেব মাদ্রাসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উনার পারিবারিক ট্রাস্ট হতে মাদ্রাসার উন্নয়নে আর্থিক বরাদ্দের ঘোষণা প্রদান করেন।
অতিথিবৃন্দ সময়ের চাহিদা পূরণে প্রচলিত মাদ্রাসাসমুহের থেকে ভিন্ন ধারার আল ইত্তেহাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রয়োজনীয়তা তুলে ধরে নিজস্ব বিশাল ও মনোরম ক্যাম্পাস মাদ্রাসার কার্যক্রম শুরু করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপস্থিত ছিলেন ফেয়ার মাইন্ডজ ফাউন্ডেশন সদস্য মোঃ নাসির উদ্দিন, ডাক্তার মুশতাক আহমেদ, কাওছার আহমেদ মিজি, জিয়াউর রহমান, সবুজ মাহফুজুল্লাহসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ব্যক্তিত্বসহ বিপুল পরিমাণ অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল- ইত্তেহাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা এনামুল ইসলাম মাদানী। শাহজালাল রঃ শাহী ঈদগাহের খতিব মাওলানা ওবায়দুল হক আফরোজ মিয়া সাহেবের মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

প্রথম পাতা