র্যাব-৯ এর অভিযানে শায়েস্তাগঞ্জ থেকে ৯৪ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯। র্যাব সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ থানাধীন সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণডোরা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী নোয়াহ্ গাড়ি থামানোর সংকেত দিলে গাড়িটি থামানো হয়। গাড়ি থামানোর পর দু’জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গাড়ির ভেতরে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট থাকার কথা স্বীকার করে। তল্লাশি চালিয়ে খাকি রঙের তিনটি কার্টুন ও একটি ট্রলি ব্যাগ থেকে মোট ৯৪ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পারনিখলা গ্রামের আশরাফ আলীর পুত্র মোশারফ হোসেন (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার আকিতারা গ্রামের ফারুক আহমদের পুত্র তানভীর আহমেদ শামীম (৪২)। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিদেশি সিগারেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের ও জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।