আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট ॥
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে বিভিন্ন সময়ে নানারকম সাহায্য সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহমেদাবাদ ইউনিয়নের গুইবিল এলাকার মন্দিরের মাঠ নামক স্থানে স্থানীয় শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। (০৫ জানুয়ারি) সোমবার হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার চুনারুঘাট উপজেলার ২নং আহমেদাবাদ ইউনিয়নের গুইবিল এলাকার মন্দিরের মাঠ নামক স্থানে শীতার্ত, গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন মিডিয়ার কর্মীগণ এবং সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে দেশ অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠনে সহায়ক হতে পারে।