স্টাফ রিপোর্টার ॥ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষ্যে এই প্রথমবার অনুষ্ঠিত হল সাংবাদিকদের জন্য নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা। দু’দিনব্যাপী (৪ ও ৫ জানুয়ারি) এই কর্মশালার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মোট ৫২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। মৌলভীবাজার সার্কিট হাউজ মিলনায়াতনে এই নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান ও পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণে গণভোট, নির্বাচন কমিশনের নীতিমালা-আইনের গুরুত্বপূর্ণ দিক, নির্বাচনকালীন সাংবাদিকতার দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়।