গদাইনগরে প্রবাসীর ক্রয়কৃত জমিতে হামলা ও মালামাল লুটের অভিযোগ
তারিখ: ৬-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জ সদর উপজেলার গদাইনগর গ্রামের আফিক উল্লার পুত্র প্রবাসী আবুল কাসেমের ক্রয়কৃত জমিতে হামলা চালিয়ে ঘর নির্মাণের জন্য রাখা মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আবুল কাসেম গত বছরের ১ জুন হবিগঞ্জ সাবরেজিস্ট্রার কার্যালয়ে দলিল নং-৩৩৭৩/২৫ইং মূলে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া মৌজার এসএ দাগ নং-৩৪০০ ও আরএস দাগ নং-৪৮৪৪ এর অন্তর্গত ৮ শতক ভিটা রকম ভূমি বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে সেখানে ঘর নির্মাণের উদ্দেশ্যে প্রয়োজনীয় আসবাবপত্র এনে মজুদ করে রাখেন।
অভিযোগে বলা হয়, একই এলাকার আব্দুন নুর মিয়ার পুত্র মোঃ ওয়াদুদ, আক্তার মিয়া, আছকির মিয়া, সহিদ মিয়ার পুত্র নুরুল হক, মোবারক মিয়া, ওয়াহিদ মিয়ার পুত্র তুহিনুর এবং আক্তার মিয়ার পুত্র নায়েব আলী গতকাল সোমবার দুপুরে দেশীয় অস্ত্রসহ ওই স্থানে হামলা চালায়। এ সময় তারা আবুল কাসেম জমিতে রাখা মালামাল লুট করে নিয়ে যায়। আবুল কাসেমের লোকজন বাধা দিতে গেলে অভিযুক্তরা দা ও রামদাসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

প্রথম পাতা