হবিগঞ্জ কারাগারে বানিয়াচংয়ের হত্যা মামলার আসামির মৃত্যু
তারিখ: ৬-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 বানিয়াচং উপজেলার বেতকান্দি গ্রামের হযরত আলী হত্যা মামলার আসামি পল্লী চিকিৎসক রফিক মিয়া কারাগারে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছে। গতকাল সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে হবিগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিক মিয়া। তবে প্রায় এক ঘণ্টা পর বিকাল ৫টার দিকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিক মিয়া বানিয়াচং উপজেলার বেতকান্দি গ্রামের নায়েব আলীর ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। গত বছরের ৪ আগস্ট পুলিশ তাকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়। এদিকে সদর মডেল থানার এসআই সুরঞ্জিৎ তালুকদার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সন্ধ্যায় লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। 

প্রথম পাতা