চুনারুঘাটের চন্দনায় টাকা পুড়ানো মামলায় পিতা-পুত্র গ্রেফতার
তারিখ: ২২-জুন-২০১৩
মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট \ চুনারুঘাট পৌর শহরের এক মহিলার টাকা পুড়ানোর মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ পুলিশ সুত্র জানায়, গতকাল শুক্রবার সাড়ে ১২টার দিকে থানার এস আই আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট পৌর শহরের চন্দনা গ্রামে অভিযান চালিয়ে মৃত: আলম উল্লার পুত্র আব্দুল গফুর (৫৫) তার পুত্র আব্দুস ছালাম (৩৮) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে উল্লেখ্য, গত ২৬ মে রবিবার রাতে পৌর শহরের চন্দনা গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী আছিয়া খাতুনের বসত ঘরে একই বাড়ীর হুছন আলী, মহরম আলী আব্দুল গফুর, আব্দুল ছালামসহ একদল দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয় আগুনের লেলিহান শিখায় তার বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে  যায় সময়ে আগুনে পুড়ে যায় প্রায় নগদ এক লক্ষ টাকাসহ হাড়ি-বাসনপত্র ক্ষয়ক্ষতি হয় প্রায় লক্ষাধিক টাকার ব্যাপারে আছিয়া খাতুন গত ১২ জুন হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ- আদালতে হুছন আলীকে প্রধান আসামী করে লক্ষ ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ উল্লেখ করে জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলাটি আদালত আমলে নিয়ে চুনারুঘাট থানাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আদালতের নির্দেশ পাওয়ার পর এস আই আক্তার হোসেনের নিকট হস্তান্তর করেন এই মামলায় উল্লেখিত দুই আসামীকে গ্রেফতার করা হয়
প্রথম পাতা
শেষ পাতা