শহর ও শহরতলীতে ৭ মাসে ৬টি চুরি-ডাকাতির ঘটনা পুলিশের ঝটিকা অভিযানে স্বর্ণালংকার ও বৈদেশিক মূদ্রাসহ ৩ ডাকাত গ্রেফতার
তারিখ: ২২-জুন-২০১৩
দিদার এলাহী সাজু/আব্দুর রউফ সেলিম \ শহর, শহরতলী সদর উপজেলার  বিভিন্ন স্থানে  গত বছরের  ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত মাসে পৃথক ৬টি চুরি-ডাকাতির ঘটনায় জড়িত থাকা সন্দেহে ্যাবের কথিত সোর্সসহ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ সময় তাদের দেয়া তথ্য অনুযায়ী লাখাই উপজেলার শালদিঘা গ্রাম থেকে নগদ ৫৯ হাজার টাকা বৈদেশিক মুদ্রাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়

পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাত থেকে গতকাল শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত চিহ্নিত ডাকাতদের ধরতে এক ঝটিকা অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানা পুলিশ সময় লাখাই থানা পুলিশের সহযোগিতায় ওই উপজেলার শালদিঘা গ্রামের রুস্তম আলীর পুত্র  ডাকাত জসিম (২৭), তার ভাই সেন্টু মিয়া (২২) সদর উপজেলার পইল পশ্চিমপাড়া গ্রামের এরশাদ আলীর পুত্র ্যাবের কথিত সোর্স রহমত (৫০)কে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ডাকাত জসিমের দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে নগদ ৫৯ হাজার টাকা, ১৯টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন সেট, টি স্বর্ণের আংটি, টি স্বর্ণের কানের দুল, টি স্বর্ণের নাকফুল, টি হাত ঘড়ি, টি শাড়ি, টি চার্জার লাইট, ১টি বেডসীট, ১টি ক্যামেরাসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় লাখ টাকা  গ্রেফতার উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ সদর মডেল থানার এস আই এনামুল হক, এস এস আই সুদ্বীপ রায়, এস আই ইন্দ্রনীল এস আই কবির হোসেন পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি-ডাকাতির মামলা রয়েছে পরে গতকাল শুক্রবার রাতে থানায় বিষয়ে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেন ওসি মোজাম্মল হক প্রেস কনফারেন্সে জানানো হয়, গত বছরের ডিসেম্বর শহরতলীর  জালালাবাদে, চলতি  বছরের এপ্রিল শহরের হরিপুরে, ২২ মে শহরতলীর ধুলিয়াখালস্থ ওয়ান ব্রেড ফ্যাক্টরীতে , জুন শহরের জঙ্গল বহুলা গ্রামে, জুন সদর উপজেলার পাইকপাড়া বটতলী গ্রামে জুন পইল গ্রামে চুরি-ডাকাতি সংঘটিত হয় সব চুরি-ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে উল্লেখিতদের গ্রেফতার করা হয়

প্রথম পাতা
শেষ পাতা