শহরের চৌধুরী বাজার এলাকার এক ব্যবসায়ীর বিকাশ একাউন্টের টাকা গায়েব
তারিখ: ২২-জুন-২০১৩
স্টাফ রিপোর্টার \ ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান মানি ট্রান্সফার কোম্পানী বিকাশ-এর একাউন্ট থেকে হবিগঞ্জ শহরের এক ব্যবসায়ীর প্রায় ১৫ হাজার টাকা গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে বিষয়ে ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন অভিযোগে প্রকাশ, শহরের চৌধুরী বাজারস্থ মেসার্স তন্ময় ভেরাইটিজ এর মালিক আজিজুর রহমান শামছু দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠান বিকাশ-এর মাধ্যমে মানি ট্রান্সফার ব্যবসা করে আসছেন গত ১৬ জুন দুপুরে হঠাৎ তার বিকাশ একাউন্ট নাম্বার ০১৭১৩-৮০৪০৩১ থেকে ১৪ হাজার ৮শ ৭০ টাকা ২৫ পয়সা গায়েব হয়ে যায় অনুসন্ধানের পর সামছু মিয়া জানতে পারেন, টাকাগুলো শহরের বেবীস্ট্যান্ড এলাকার শাওন এন্টার প্রাইজের বিকাশ একাউন্ট ০১৮৫০-১২৪৮৯৮ ০১৭৭৯-৭১৬৫৩০ নাম্বারে ট্রান্সফার হয়েছে এরপর ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী বিকাশের জেলা ডিস্ট্রিবিউশন অফিসের  সাথে যোগাযোগ করলে সংশ্লিষ্টরা জানান, তারা মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ভাড়া নিয়ে ব্যবসা করেন এর দায়-দায়িত্ব বিকাশের নয় কারণ, বিকাশের কোন নিজস্ব নেটওয়ার্ক নেই এরপর উপায়ন্তর না দেখে ওই ব্যবসায়ী গ্রামীণ ফোন হবিগঞ্জ অফিসে লিখিত অভিযোগ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন ব্যবসায়ী সামছু মিয়া অভিযোগে জানান, একইভাবে তার পার্শ¦বর্তী ব্যবসা প্রতিষ্ঠান এম এম এন্টারপ্রাইজের ১০ হাজার ২শ ৪১ টাকা ৭৭ পয়সা গায়েব হয়েছে বিষয়ে গতকাল শুক্রবার রাতে প্রতিনিধি বিকাশের জেলা ডিস্ট্রিবিউশন অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করলে সেখানকার টেরিটরি ম্যানেজার এবিএম সাইদুল গণি জানান, সব বিকাশ গ্রাহককেই পৃথক গোপন পিন নাম্বার দেয়া হয়ে থাকে পিন নাম্বার ব্যতিত কোন অবস্থায়ই টাকা ট্রান্সফার হতে পারেনা গ্রাহকের অসাবধানতার কারণেই এমনটি হতে পারে তিনি বলেন, ক্ষেত্রে যান্ত্রিক গোলযোগের বিন্দুমাত্র সুযোগ নেই তবে ব্যবসায়ী সামছু মিয়া অভিযোগ করেন- বিকাশের কর্মকর্তা-কর্মচারীরা প্রযুক্তিগত কারসাজির মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নিয়েছে
প্রথম পাতা
শেষ পাতা