উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ২য় গণিত অলিম্পিয়াড
তারিখ: ২২-জুন-২০১৩
স্টাফ রিপোর্টার \ বুদ্ধি আর মেধার চরম উৎকর্ষতা প্রমাণের চাবিকাটি হল গণিত সভ্যতার বিকাশে এই গণিতের ভূমিকা অপরিসীম রসকষহীন আর জটিলতার জন্য গণিত ভীতি আর এড়িয়ে চলার ঘটনাও নিত্য নৈমত্তিক ঘটনা এই ভীতি দূর করতে আর গণিতকে এগিয়ে নিতে সারা বিশ্বে নিয়মিত আয়োজন করা হয় গণিত অলিম্পিয়াড বাংলাদেশও  এতে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে মফস্বল জেলা হিসাবে এতদিন হবিগঞ্জে গণিত অলিম্পিয়াড আয়োজন থেকে পিছিয়ে থাকলেও টানা ২য় বারের ন্যায় গতকাল শুক্রবার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল গণিত অলিম্পিয়াড ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) রোটারী ক্লাব অব হবিগঞ্জের যৌথ আয়োজনে এই গণিত অলিম্পিয়াডে বুদ্ধিমত্তার পরীক্ষায় অংশ নিয়েছেন শতাধিক শিক্ষার্থী এবার আর শুধু শহরকেন্দ্রিক শিক্ষার্থীরাই নয়, ৬ষ্ঠ থেকে ৮ম এবং ৯ম ১০ম শ্রেণীর দুই বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছেন কালাউক, বানিয়াচঙ্গ, চুনারুঘাটসহ জেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা

গতকাল শুক্রবার বেলা ২টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবমূখর পরিবেশ পাবলিক পরীক্ষার ন্যায় অভিভাবকসহ শিক্ষার্থীরা হাসিমুখেই উপস্থিত হন ক্যাম্পাসে হাসিমূখে পরীক্ষা শুরু করলেও কিছূক্ষণের মধ্যেই চিন্তায় মগ্ন হয়ে পড়েন পরীক্ষার্থীরা হলে তখন সুনসান নিরবতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গফফার আহমেদের নেতৃত্বে ছুটির দিনেও পরীক্ষা হলগুলোতে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষকরা ঊষার ২৫ জন স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সেবায় নিয়োজিত ছিলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট সুখলাল সূত্রধর, পাস্ট প্রেসিডেন্ট সফিকুল বারী আউয়াল, বাদল কুমার রায়, সেক্রেটারী প্রদীপ দাশ সাগর, ডাঃ এস এস আল আমিন সুমনসহ রোটার্যাক্টরবৃন্দ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে এই উৎসব দেখে আনন্দিত হন দীর্ঘ সময় নিয়ে খাতা দেখার কঠিন কাজটুকু সুন্দরভাবে সম্পন্ন করে বুয়েটে অধ্যয়নরত হবিগঞ্জের কৃতি শিক্ষার্থীরা গতকালের পরীক্ষায় সেরা ৫০ জনকে আজ শনিবার বিকেল ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুরস্কৃত করা হবে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা পাবেন মেডেল, ক্রেস্ট, বই টি-শার্ট

প্রথম পাতা
শেষ পাতা