শহরে ৭১’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তারিখ: ২২-মে-২০১৩
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েসংযোগের শীর্ষে ১ম বর্ষ স্লোগান নিয়ে ৭১টিভির প্রথম বার্ষিকী পালিত হয়েছে উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কেক কাটা, ্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন ৭১ টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহেমদ ইকবাল, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিজ, নির্মল ভট্রাচার্য্য রিংকু, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, বিটিভি প্রতিনিধি আলমগীর খান সাদেক, প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, একুশে টিভি প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, জেলা ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল আউয়াল মজনু, জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না প্রমূখ

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দিগন্ত টিভির প্রতিনিধি এম মজিদ, ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, দেশ টিভির প্রতিনিধি শ্রীকান্ত গোপ, জিটিভির প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, ইসলামী টিভি প্রতিনিধি শরীফ চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া প্রমুখ

ছাড়া বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা ৭১ নিরপেক্ষ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করে চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন

প্রথম পাতা
শেষ পাতা