চুনারুঘাটে ১৫ টাকার লাই শাক ১শ টাকা
তারিখ: ১৩-জুলাই-২০১৩
চুনারুঘাট প্রতিনিধি \ রমজানের প্রথম দিনে চুনারুঘাটে লাই শাক বিক্রি হয়েছে ১শ টাকা কেজি দরে ইফতারে ছোলা-মুড়ির সাথে লাইশাক কুচি কুচি করে মেশালে আলাদা রুচি বাড়ে সুযোগে ব্যবসায়ীরা ওই শাকের দাম বাড়িয়ে দিয়েছেন অসম্ভব রকম হারে রোজার আগে লাই শাক বিক্রি হয়েছে ১৫ টাকায় আমুরোড বাজারের ব্যবসায়ী জসিম মিয়া বলেন, স্থানীয় চাষীরা রোজার সময় বেশী দাম পাওয়ার আশায় বর্ষা মওসুমে লাই শাক চাষ করেছেন বর্ষায় শাক চাষ করতে খরচ পড়েছে অনেক বেশী তাই এর দাম বেড়েছে লাই শাক মুলত শীতে চাষ করা হয় এক প্রশ্নের উত্তরে ওই ব্যবসায়ী বলেন, তিনি কৃষকের কাছ থেকে ৪০ টাকা কেজিতে শাক কিনেছেন বিক্রি করছেন ১শ টাকায় রমজানে এতো মুনাফা করা কতটুকু ইসলাম সম্মত- প্রশ্নের কোন উত্তর তিনি দেননি ইফতার শেষে এক মুসল্লী বলেন, তিনি ছোট আকারের ৫টি লাই শাক কিনেছেন টাকায় ওই ৫টি শাকের ওজন ২০ গ্রামের উপরে হবে না সারা দিন রোজা থাকার পর ইফতারে বাড়তি রুচির পণ্য কিনতে তার মত অনেককেই হিমশিম খেতে হয়েছে অপর মুসল্লী বলেন, শুধু লাই শাকই নয়, একটি ছোট লেবু টাকা, এক টুকরো আদা টাকা, ১০টি কাঁচা মরিচ টাকা দিয়ে কিনতে হয়েছে তাকে তিনি ক্ষোভের সাথে বলেন, প্রশাসন অথবা স্থানীয় রাজনৈতিক নেতাদের কোন খবরধারী না থাকায় যে যার মত করে পণ্য বিক্রি করছে
প্রথম পাতা
শেষ পাতা