আউশকান্দি-পানিউমদা সড়কে সিএনজি চলাচল বন্ধ সিএনজি শ্রমিকদের দু’গ্র“পে উত্তেজনা \ সংঘর্ষের আশংকা
তারিখ: ১৩-জুলাই-২০১৩
স্টাফ রিপোর্টার \ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের প্রাণ কেন্দ্র আউশকান্দি সিএনজি ফিলিং ষ্টেশনের গ্যাস ভরা নিয়ে দুদল সিএনজি শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় সংঘর্ষের আশংকা রয়েছে গতকাল শুক্রবার সকাল থেকে সারাদিন আউশকান্দি-পানি উমদা সড়কে আউশকান্দি সিএনজি অটোরিকশা শ্রমিকদের সিএনজি চলাচলে বাধা দিচ্ছে রুস্তুমপুর এলাকার কতিপয় উশৃঙ্খল সিএনজি শ্রমিক গতকাল দুপুরে আউশাকান্দি পানি উমদা রোডের ম্যানেজার নুনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সিএনজি শ্রমিকরা আউশকান্দি স্ট্যান্ড থেকে পানিউমদাগামী আউশকান্দির কোন সিএনজি পরিবহনকে একই উপজেলার পানিউমদা যেতে দিচ্ছেনা রুস্তুমপুর গ্রামের হেলাল, সালাম লতিফপুর গ্রামের আব্দুল হাইসহ ১৫/২০ জনের এক দল উশৃঙ্খল শ্রমিক তাদের বাধার মুখে আউশকান্দিতে প্রায় ৫০/৬০টি সিএনজি গতকাল আউশকান্দিতে গাড়ী বন্ধ করে এভাবেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় এর কারণ হিসাবে জানা যায়, আউশকান্দি ফিলিং স্টেশনে আউশকান্দি এলাকার সিএনজি অটোরিকশা শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিক আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশন থেকে তাদের চাহিদামতো গ্যাস ভরতে পারেন এই সুযোগ থেকে বঞ্চিত দেবপাড়া ইউনিয়নের শ্রমিকরা আউশকান্দি সিএনজি স্টেশন থেকে ভি.আই.পি সুযোগে গ্যাস ভরতে এমন আন্দোলন করছে বলে অনেক শ্রমিক জানান তবে তাদের এই দাবী হাস্যকর বলে অনেকে মন্তব্য করেন আরেকটি সূত্র জানায়, সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলার দায়ে প্রায়ই সিএনজি ফিলিং স্টেশনে হট্রগোল, গন্ডগোলসহ ঘটে যায় নানা অপ্রীতিকর ঘটনা এরই ধারাবাহিকতায় সিএনজি অটোরিকশায় গ্যাস ভরা নিয়ে আউশকান্দি এলাকায় সিএনজি শ্রমিকদের দুপক্ষ মারমূখী অবস্থানে রয়েছে সিএনজি শ্রমিকদের আন্দোলনের ফলে আউশকান্দি-পানিউমদা সড়কে যাতায়াতকারী যাত্রীদের দূর্ভোগ বাড়ছে
প্রথম পাতা
শেষ পাতা