বৃন্দাবন কলেজ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ভাবনা - ৪ নেতৃত্বের প্রতিযোগিতা থাকলে কলেজ প্রশাসন নির্বাচন দিতে বাধ্য হতো -মোত্তালিব চৌধুরী
তারিখ: ১৩-জুলাই-২০১৩

(বৃকসু নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশের পর বৃন্দাবন কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক নেতৃবৃন্দ হবিগঞ্জ সমাচার অফিসে ফোন করে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জানিয়েছেন তাদের ভাবনার কথা দৈনিক হবিগঞ্জ সমাচারে ধারবাহিকভাবে তুলে ধরা হচ্ছে সেসব ভাবনা আজ ৪র্থ দিন প্রকাশ করা হল- প্রথম নির্বাচিত ভিপি আব্দুল মোতালেব চৌধুরী-এর ভাবনা একান্ত আলাপচারিতায় মৌখিকভাবে দেয়া তার ভাবনাগুলিকে পাঠক উপযোগী করে সাজিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি- ফয়সল চৌধুরী)

বৃন্দাবন সরকারি কলেজে নির্বাচিত প্রথম ভিপি (১৯৬৬-৬৭ইং) আব্দুল মোত্তালিব চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজে ১৪ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছেনা, এটা খুবই দুঃখের বিষয় এতদিন ধরে কি কারণে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার মতে প্রথমতঃ প্রতিযোগিতামূলক ছাত্র নেতৃত্ব না থাকায় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছেনা নেতৃত্বের প্রতিযোগিতা থাকলে অবশ্যই কলেজ প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে বাধ্য হতো দ্বিতীয়তঃ কলেজে প্রতিভাবান ছাত্র নেতৃত্ব বেরিয়ে এসে জাতীয় রাজনীতিকে প্রতিযোগিতামূলক করে তুলুক স্থানীয় প্রভাবশালী নেতারা তা চাননা তৃতীয়তঃ কলেজের সুবিধাভোগী কিছু শিক্ষক সব সময় ছাত্র সংসদের বিরোধিতা করে আসছেন বর্তমানেও এর ব্যতিক্রম নয় ছাত্র সংসদ নির্বাচন হলে তাদের ক্ষমতা খর্ব হবে, এটাই তাদের ধারণা পরিশেষে আমি সাধারণ ছাত্র-ছাত্রীদের অনুরোধ করবো কলেজ প্রশাসন যাতে নির্বাচন দিতে বাধ্য হয়, সেজন্য শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলতে

আগামীকাল পড় সাবেক জিএস এনামুল হক সেলিমের ভাবনা

প্রথম পাতা
শেষ পাতা