শহরে দিনে দুপুরে বেপরোয়া গতিতে ট্রাক ও ট্রাক্টর চলাচল \ ২টি ট্রাক্টর আটক
তারিখ: ১৩-জুলাই-২০১৩
এম এ আজিজ সেলিম \ হবিগঞ্জ শহরে আইন অমান্য করে দিনে দুপুরে বেপরোয়া গতিতে ট্রাক ট্রাক্টর চলাচল করছে প্রতিদিন ট্রাক ট্রাক্টরের অবাধ চলাচলে যানজট সৃষ্টির কারণে পথচারীসহ শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ শহরের উপর ট্রাক ট্রাক্টর চলাচল নিষেধ করা হলেও তা মানছেন না এর চালকরা হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, খোয়াইমুখ থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকার সড়ক দিয়ে ট্রাক ট্রাক্টর যাতায়াত করছে প্রধান সড়কের উপর দিয়ে ট্রাক ট্রাক্টর দানবের ন্যায় গর্জন করে বেপরোয়া গতিতে যাতায়াত করে ট্রাক ট্রাক্টর বালু মাটিসহ নানা প্রকার মালামাল বহন করে থাকে ছাড়াও কম বয়সের আনাড়ি চালকরা ট্রাক্টর চালাচ্ছে এদের কোন ড্রাইভিং লাইসেন্স বা রুট পারমিট নেই বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দোহাই দিয়ে এরা অবাধে আইন অমান্য করছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সভায় ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়া হলেও তা আমলে নিচ্ছে না ট্রাক ট্রাক্টরের চালকরা দিনের বেলায় প্রকাশ্যে প্রধান সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে দোকানের মালামাল লোড-আনলোড করা হচ্ছে দৃশ্য শহরবাসীর কাছে হয়ে উঠেছে অতীব স্বাভাবিক যে কারণে শহরের প্রধান সড়কে প্রতিনিয়ত যানজট লেগে রয়েছে গতকাল শুক্রবার শহরের উপর দিয়ে বেপরোয়া গতিতে চলাচলের সময় প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয় সময় সদর থানা পুলিশ সবুজবাগ এলাকা থেকে বালু বোঝাই মায়ের দোয়া ভাই ভাই পরিবহনের দুইটি ট্রাক্টর আটক করে এসময় চালকরা মালিক নিয়ে আসার কথা বলে পালিয়ে যায় ব্যাপারে সদর থানার এস আই নুরুল ইসলাম গাজী জানান- বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্রাক্টরগুলো আটক করলেও চাপের মুখে ছেড়ে দিতে হয় তবে অভিযান অব্যাহত থাকবে
প্রথম পাতা
শেষ পাতা