অসাধূ ব্যবসায়ীদের স্টক বাণিজ্য \ বিপাকে নিম্ন-মধ্য আয়ের রোজাদার ৬০ টাকার আম বিক্রি হচ্ছে ১২০ টাকায়
তারিখ: ১৩-জুলাই-২০১৩
স্টাফ রিপোর্টার \ এক শ্রেণীর অসাধূ ব্যবসায়ীদের স্টক বাণিজ্যের কারণে পবিত্র রমজান মাসে আচমকা বেড়ে গেছে ফল-মূলের দাম অবস্থায় চরম বিপাকে পড়েছেন নিম্ন-মধ্য আয়ের রোজাদাররা বাজার ঘুরে লক্ষ্য করা গেছে, মাত্র কয়েক দিন আগেও কেজি আমের দাম ছিল ৬০ টাকা রোজা শুরু হতে না হতেই তা এক লাফে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১২০ টাকায় আপেলের কেজি যেখানে ছিল ১৪০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকায় ৩০০ টাকার আঙ্গুর বিক্রি হচ্ছে ৪শ থেকে সাড়ে শত টাকায় মাল্টার কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা যা রোজার আগে ছিল ৮০ থেকে ১০০ টাকা সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে খেজুরের দামে গত রোজায় প্রতি কেজি খেজুরের দাম ছিল ৬০ টাকা এবার তা বিক্রি হচ্ছে ১২০ টাকায়

অনুসন্ধানে জানা যায়, এক শ্রেণীর অসাধূ ব্যবসায়ী স্টক বাণিজ্যের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করায় দাম বেড়ে গেছে কয়েক গুন অবস্থায় রোজার মাসে চরম বিপাকে পড়েছেন নিম্ন-মধ্য আয়ের মানুষ

প্রথম পাতা
শেষ পাতা