সীমান্তে চোরাচালানের নতুন সিডিউল
তারিখ: ১৩-জুলাই-২০১৩
চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটের বাল্লা সাতছড়ি সীমান্তে চোরাচালানের সিডিউল পরিবর্তন করা হয়েছে রমজানে মুসল্লীদের রোষানল থেকে নিজেকে রক্ষা করতে চোরাচালানি পণ্য আনা-নেয়ায় সময়ের পরিবর্তন করা হয়েছে এতে করে রমজানে নিরাপদে মালামাল পরিবহন করে বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছে চোরা ব্যবসায়ীরা সীমান্ত সুত্র জানায়, রমজানের আগে সুযোগ বুঝে চোরাই পণ্য পাচার করা হতো রমজান শুরুর সাথে বদলানো হয়েছে সিডিউল এখন ইফতার, তারাবি নামাজ সেহরীর সময় চোরাই পণ্য পাচার করা হবে পাচার চলবে ভোর পর্যন্ত চুনারুঘাট উপজেলার বাল্লা সাতছড়ি সীমান্তের ১০টি গোপন পথ দিয়ে ভারত থেকে নানা ধরণের পণ্য চোরাচালান হয়ে আসছে ওই চোরাই পণ্যের মধ্যে জিরা, এলাচি, নানা ধরণের ফল, পাতার বিড়ি, নানান জাতের মদ যৌন উত্তেজক বড়ি উল্লেখযোগ্য চোরাচালান রোধে পুলিশ, বিজিবি, ডিবি পুলিশ, নারকটিক্স বিভাগ সোর্স নিয়োগ দিয়েছে কিন্তু রোধ করা যায়নি চোরাচালান বেড়েছে কয়েকগুন সুত্রটি আরও জানায়- চিহ্নিত চোরা ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে চোরাই ব্যবসা করছে নতুন কেউ ব্যবসায় এলেই তার মালামাল মেরে দেয়া হয় এমনি একটি ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে চুনারুঘাট-আসামপাড়া সড়কের জারুলিয়া নামক স্থানে কাদির নামের এক ব্যবসায়ীর ৩শ প্যাকেট জিরা ডিবি পুলিশ আটক করে ৭৫ হাজার টাকা মুল্যের মালামাল কোথায় আছে-কেউ বলতে পারছেন না ডিবি পুলিশ জিরা আটকের কথা বার বার অস্বীকার করে আসছে
প্রথম পাতা
শেষ পাতা