আজমিরীগঞ্জে হাফাই মিয়ার পুত্র গুণধর রুবেলের কান্ড \ বাথরুমে যুবককে তালাবদ্ধ করে নির্যাতন
তারিখ: ১৩-জুলাই-২০১৩
আজমিরীগঞ্জ প্রতিনিধি \ আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফনগর গ্রামের মৃত আলহাজ্ব হাফিজ উদ্দিন  ওরফে হাফাই মিয়া পুত্র মাহমুদুল হাসান রুবেল (৩৮) এর কাছে  একই এলাকার শরীফনগর গ্রামের গোলাম নবীর পুত্র লিটন (২৮) তার ধার-কর্জ বাবদ পাওনা ১৪ হাজার টাকা চাইতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন গত বৃহস্পতিবার রাতে রুবেলের বাড়িতে ঘটনা ঘটে জানা যায়, সময় রুবেল উল্টো লিটনের কাছে  আরও হাজার টাকা দাবি করে এনিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয় একপর্যায়ে রুবেল লোহার রড দ্বারা লিটনকে পিটিয়ে গুরুতর জখম করে এবং লিটনের হাতে থাকা মোবাইল ফোন ভেঙ্গে ফেলে পরে লোকজন লিটনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে

এদিকে, একই সময়ে একই এলাকার সালাহউদ্দিন মিয়ার পুত্র রাসেল (৩২) কে তুচ্ছ ঘটনার জের ধরে মারধর করে বাথরুমে তালাবদ্ধ করে রাখে রুবেল পরে  আজমিরীগঞ্জ থানা পুলিশ দেড় ঘন্টা পর রাসেলকে উদ্ধার করে জানা যায়, গত বৃহস্পতিবার ওই সময়ে মোশারফ হোসেন মোহন মিয়ার সাথে রাসেল তার বাসভবনে গেলে তুচ্ছ ঘটনার জের ধরে রুবেল ফিল্মি স্টাইলে শার্টের কলার ধরে ২য় তলা থেকে নিচ তলায় টেনে হেঁচড়ে নিয়ে আসে এবং মারধর করে গলা চেপে ধরে নিজ বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে পরে রাসেল বাথরুমে আবদ্ধ অবস্থায় আজমিরীগঞ্জ থানা ওসিকে অবহিত করলে থানার এস.আই. সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দেড়ঘন্টা পর রাসেলকে আবদ্ধ বাথরুম থেকে উদ্ধার করেন সময় রাসেল জানায় রুবেল তার পকেট থেকে হাজার শত ৭৫ টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে মরহুম হাফাই মিয়ার গুণধর পুত্রের এমন কান্ডে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে

প্রথম পাতা
শেষ পাতা