আজ বানিয়াচঙ্গে শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ
তারিখ: ১-সেপ্টেম্বর-২০১৪
জীবন আহমেদ লিটন, বানিয়াচঙ্গ ॥

আজ থেকে বানিয়াচঙ্গ উপজেলায় শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ। চলবে ২ নভেম্বর পর্যন্ত।

স্থানীয় নির্বাচন অফিস সূত্র জানায়,উপজেলায় ১৫টি ইউনিয়নে শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ শেষে ১৮ সেপ্টেম্বর শুরু হবে হালনাগাদের কাজ।

সূত্র জানায় বানিয়াচঙ্গ ১নং ইউনিয়নের ভোটারদের ১৮ সেপ্টেম্বর স্থানীয় মীর মহল্লা সরকারী প্রামিক বিদ্যলয়ে ১,২ ও ৩ নং ওয়ার্ড, ১৯ সেপ্টেম্বর ৪,৫ ও ৬ নংওয়ার্ড, ২০ সেপ্টেম্বর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন ও বাদ পড়া নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। ২নং ইউনিয়নের নতুন ও বাদ পরা ভোটারদের ২১ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১,২,৩,৪ ও ৫ নং ওয়ার্ড ও ২২ সেপ্টেম্বর একই স্থানে ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের হালনাগাদ করা হবে। ৩নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৩ সেপ্টেম্বর ইউনিয়নের ১,২ ও ৪ নং ওয়ার্ড, ২৪ সেপ্টেম্বর ৩,৬ ও ৮ নং ওয়ার্ড, ২৫ সেপ্টেম্বর ৫,৭ ও ৯ নং ওয়ার্ডের হালনাগাদ করা হবে। বানিয়াচঙ্গ ৪নং ইউনিয়নের নতুন ও বাদ পড়া ভোটারদের ২৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ হলরুমে ১,২ ও ৩ নং ওয়ার্ড, ২৭ সেপ্টেম্বর ৪,৫ ও ৬ নং ওয়ার্ড, ২৮ সেপ্টেম্বর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নতুন ও বাদ পড়া লোকদের হালনাগাদ করা হবে। ৫ নং দৌলতপুর ইউনিয়নের, কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২৯ সেপ্টেম্বর ঐ ইউনিয়নের ১,৩ ও ৪ নং ওয়ার্ড ও ৩০ সেপ্টেম্বর ২,৫ ও ৮ নং ওয়ার্ড, ১পহেলা অক্টোবর ৬,৭ ও ৯ নং ওয়ার্ডের নতুন ও বাদ পড়াদের হালনাগাদ করা হবে। ৬ নং কাগাপাশা ইউনিয়নে ১২ অক্টোবর একতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১,৯,৮,৪ ও ৩ নং ওয়ার্ড, ১৩ অক্টোবর একই স্থানে ২,৫,৬ ও ৭ নং ওয়াার্ডের নতুন ও বাদ পড়াদের হালনাগাদ করা হবে। এছাড়া ১৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ১৪ নং মুরাদপুর ইউনিয়ন, ১৬ ও ১৭ অক্টোবর ১৫ নং পৈলারকান্দি ইউনিয়ন, ১৮ ও ১৯ অক্টোবর ১৩ নং মন্দরী ইউনিয়ন, ২০ ও ২১ অক্টোবর ১২ নং সুজাতপুর ইউনিয়ন, ২২ ও ২৩ অক্টোবর ১১নং মক্রমপুর ইউনিয়ন, ২৫ ও ২৬ অক্টোবর ৮ নং খাগাউড়া ইউনিয়ন, ২৭,২৮ও ২৯ অক্টোরর ৯নং পুকড়া ইউনিয়ন, ৩০ ও ৩১ অক্টোবর ৭নং বড়ইউড়ি ইউনিয়ন এবং ১ও ২ নভেম্বর ১০ নং সুবিদপুর ইউনিয়নের নতুন ও বাদ পড়া নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তি করতে হালনাগাদ করা হবে।

শেষ পাতা