বাহুবলে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মুনিম ॥ আলবদর রাজাকাররা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় ॥ তাদের রুখতে হবে
তারিখ: ২৯-জুলাই-২০১৫
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, আলবদর, রাজাকাররা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এদের রুখতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। আমি এমপি হওয়ার সুযোগ পেতাম না। হাওর আমাদের সম্পদ। আমরা ঘরে বসে থাকলে চলবে না। হাওর বিল পুকুরে মাছ চাষে সকলকে এগিয়ে আসতে হবে। মৎস্যজীবিদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ‘সাগর নদী সকল জলে-মাছ চাষে সোন ফলে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসাইন। বক্তব্য রাখেন বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আহমদ কুটি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি মখলিছূর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রশীদ আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজ আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন প্রমুখ। সভার পূর্বে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত ও পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি বের হয় ও সভা শেষে জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।

প্রথম পাতা