বাহুবলের হরিতলায় অবৈধ বালু উত্তোলন ॥ ২টি ড্রেজার মেশিন জব্দ
তারিখ: ২৯-জুলাই-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার হরিতলার ধলিয়াছড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার মেশিন জব্ধ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল মজিদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মেশিন দুটি জব্দ করে। এ সময় বালু উত্তোলনকারী সুন্দর আলী ও তার পুত্র দরবেশ ও কাওসার পালিয়ে যায়। জানা যায়, হরিতলা বাজারের দক্ষিণ পাশে ধলিয়াছড়ার তীরেই রয়েছে সিরাজ আলীসহ অনেকেরই বসতবাড়ি। এর পাশেও রয়েছে সুন্দর আলীর বাড়ি। কিন্তু স্থানীয় প্রভাব খাটিয়ে সুন্দর আলী তার পুত্রদের নিয়ে ওই ছড়া ও পাশের জমিতে বালু উত্তোলন করতে থাকায় ছড়ার পাড় ও জমি ভেঙ্গে অন্যের ক্ষতি সাধন করে আসছে। স্থানীয়ভাবে আপত্তি ও অনুরোধ করা স্বত্ত্বেও কোন কর্ণপাত না করায় গতকাল অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের কারেন ক্ষতিগ্রস্থ সিরাজ আলী। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল মজিদ অভিযান চালিয়ে মেশিন দুটি আটক করেন।

প্রথম পাতা