সুজাতপুরের মলু’র বিরুদ্ধে চাঁদাবাজি অগ্নিসংযোগ দালালিসহ নানা অভিযোগ
তারিখ: ২৯-জুলাই-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার সুজাতপুরের রবিন চৌধুরী মল’ুর বিরুদ্ধে চাঁদাবাজি, দালালি, বাড়িঘরে অগ্নিসংযোগসহ নানা অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে পুলিশকে হুমকি দেয়ারও অভিযোগ। অভিযোগে প্রকাশ, উপজেলার সুজাতপুর গ্রামের মৃত হাজি মোঃ আব্দুস শহিদের স্ত্রী নিরীহ আলিমুুন্নেছা ওরফে হালেমা বেগমের জমি দখলের উদ্দেশ্যে বসত ভিটায় অগ্নিসংযোগ, চাঁদা দাবি, মারপিট ও ভাংচুর করে রবিন চৌধুরী মলুসহ তার লোকজন। এতে আলিমুন্নেছা ওরফে হালেমা বেগম গুরুতরভাবে আহত হন। এ ব্যাপারে গত ১৫ ফেব্র“য়ারি আলিমুন্নেছা ওরফে হালেমা বেগম বাদি হয়ে মলুসহ ৮ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাব্বির আহসান আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে উল্লেখ করেছেন। জানা যায়, রবিন চৌধুরী মলুর বিরুদ্ধে আদালতে সত্য প্রতিবেদন দাখিল করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ব্যাপারে মামলার বাদি আলিমুন্নেছা ওরফে হালেমা বেগম অভিযোগ করে জানান, আসামীরা তাকে মামলা তুলে নিতে এখনও প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের কাছে ন্যায়বিচার কামনা করেছেন। এদিকে অনুসন্ধানে জানা যায়, রবিন চৌধুরী মলু ইতিপূর্বে সুজাতপুর ফাঁড়ির এস আই আবুল বাশারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ সরকারি কাজে বাধা এবং হুমকি-ধমকি প্রদান করেছেন। এ বিষয়ে এসআই আবুল বাশার তার বিরুদ্ধে গত ১২মে একটি সাধারণ ডায়েরি করেন।

প্রথম পাতা