শায়েস্তাগঞ্জ এসআর হোটেলে রেখে ভিক্ষাবৃত্তি করানো হত ॥ ম্যানেজার আটক ॥ বাহুবলে মানবপাচারকারী চক্রের কবল থেকে ৬ শিশু-কিশোরকে উদ্ধার করেছে পুলিশ
তারিখ: ২৯-জুলাই-২০১৫
আব্দুর রউফ সেলিম ॥

বাহুবলে মানবপাচারকারী চক্রের কবল থেকে ৬ শিশু-কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত শিশুদের কিশোরগঞ্জ থেকে পাচার করে শায়েস্তাগঞ্জের একটি হোটেলে আটক রেখে বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল। গতকাল দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এ সব তথ্য জানান। পুলিশ জানায়, সোমবার সকালে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা গ্রামে দরিদ্র মাদরাসা ছাত্র পরিচয়ে ভিক্ষা করার সময় জনতা কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকান্দরনগর মালিপাড়া গ্রামের কালা মিয়ার পুত্র সোহাগ (১২), একই উপজেলার সেকান্দরনগর বুরগাঁও গ্রামের মৃত কাঞ্চন মিয়ার পুত্র জুনায়েদ (৮) ও সিকান্দরনগর গিরিপাড়া গ্রামের মৃত আলম মিয়ার পুত্র জুয়েল মিয়া (১১) কে আটক করে। পরে আকটকৃতরা জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর দিলে তাদের স্থানীয় মিরপুর ইউনিয়ন অফিসে হস্তান্তর করা হয়। সেখানে দিনভর আটক রাখার পর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল সোমবার রাতে তাদের বাহুবল মডেল থানা পুলিশে সোপর্দ করেন। পুলিশ ওই শিশুদের জিজ্ঞাসাবাদে জানতে পারে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সিকান্দরনগর সাহেব বাড়ি এলাকার জনৈক শহীদ (৪০) ও একই এলাকার সৈয়দ হিরু মিয়ার পুত্র এমরান (৩৫) মাসখানেক আগে তাদের এলাকার মোট ১০ শিশু-কিশোরকে পাচার করে শায়েস্তাগঞ্জ গোলচত্তর এলাকার এসআর আবাসিক হোটেলে আটক করে রাখে। সেখানে ওই শিশুদের ট্রেনিং দিয়ে বিভিন্ন মাদরসার ছাত্র সাজিয়ে গ্রামে গ্রামে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করা হয়। পাচারকারীরা ওই শিশুদের একাধিক দলে বিভক্ত করে প্রতিদিন সকালে জেলার বিভিন্ন গ্রামে ছেড়ে দিয়ে আসত। বিকালে আবার ওই শিশুদের ওই গ্রাম থেকে হোটেলে নিয়ে এসে ভিক্ষাবৃত্তির টাকা-পয়সা কেড়ে নিতো। কেউ কম টাকা উপার্জন করলে পাচারকারীরা তাদের মারধোর করতো। আটককৃত ওই তিন শিশুর দেয়া তথ্য মতে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ গোলচত্তর এলাকার এসআর হোটেল থেকে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার সেকান্দরনগর গ্রামের রবিউল-এর পুত্র রেজাউল মিয়া (১২), বজেন্দ্রপুর গ্রামের তাহের মিয়ার পুত্র বরুজ মিয়া ও সেকান্দরনগর কুরেরপাড়া গ্রামের আব্দুল লতিফ-এর পুত্র নাঈম (৯) কে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ৪ শিশুকে নিয়ে পালিয়ে গেলেও ওই হোটেলের ম্যানেজার নবীগঞ্জ উপজেলার ফুলতলী গ্রামের আব্দুল অজুদ-এর পুত্র রাসেল মিয়া (২৫) কে আটক করেছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেছেন।

প্রথম পাতা