মাধবপুরে শ্রমিক লীগ ও বেবি টেক্সি সমবায় সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষে আহত ২০
তারিখ: ২৯-জুলাই-২০১৫
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুরে বেবি টেক্সি সমবায় সমিতি ও শ্রমিক পরিবহন লীগের মধ্যে মঙ্গলবার দুপুরে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে পরিবহন শ্রমিক লীগের আলোচনা সভার পূর্বে মিছিল সহকারে শ্রমিক লীগের নেতৃবৃন্দরা একত্রিত হতে থাকলে বেবি টেক্সি সবমায় সমিতির শ্রমিকরাও ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে দু পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগ মাধবপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেন বলেন, বেবি টেক্সি সমবায় সমিতি সমবায় নীতিমালা লঙ্গন করে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে শ্রমিকদের কল্যানে ব্যয় করে না। আমরা এর প্রতিবাদ করলে এ নিয়ে সংঘর্ষ হয়। বেবি টেক্সি সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া জানান, পরিবহন শ্রমিক লীগের লোকজন হঠাৎ করে আমাদের অফিসে এসে হামলা করে ভাংচুর করে। এ ব্যাপারে কেউ থানায় কোন অভিযোগ করেননি বলে থানা অফিসার ইনচার্জ জানান।

প্রথম পাতা