এসআই মিজান লাঞ্ছিত ॥ দুই ছাত্রের ক্ষমা প্রার্থনা ॥ বৃন্দাবন কলেজে ছাত্রী উত্যক্তের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ
তারিখ: ২৯-জুলাই-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে কলেজ ছাত্রীকে উত্যক্তের জের ধরে দু দল ছাত্রের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কলেজ ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। এতে হুড়াহুড়ি করে কলেজ ক্যাম্পাস থেকে বাহির হবার সময় ২ জন আহত হয়। কলেজ ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে বৃন্দাবন কলেজে এমরান মিয়ার সাথে সেফুলের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গেলে দুই যুবক দারোগা মিজান কে লাঞ্ছিত করে। অপরদিকে কলেজ ক্যাম্পাসে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়লে সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পরে এসআই মিজানকে লাঞ্ছিত হবার বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে গেলে দুপুরে ভাইস প্রেন্সিপাল আলমগীর খন্দকারের কক্ষে ওসি মোঃ নাজিম উদ্দিন, তদন্ত ওসি বিশ্বজিৎ দেব ও কলেজ শিক্ষকসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে অভিযুক্ত দুই ছাত্র নিঃশর্ত ক্ষমা চাইলে বিষয়টি মিমাংসা হয়। কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের অভিযোগ বৃন্দাবন কলেজে বহিরাগত দের প্রবেশের কারণেই প্রতিনিয়তই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে কলেজ কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ি করছে সাধারণ ছাত্র-ছাত্রীরা।‘

প্রথম পাতা