আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাতিলকৃত নামজারী পর্চা দিয়ে জায়গা বিক্রির পায়তারা
তারিখ: ২৯-জুলাই-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাটের রাণীরকোট এলাকায় আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাতিলকৃত নামজারী পর্চা দিয়ে এক নিরীহ কৃষকের জমি অন্যত্র বিক্রি করার পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। জমির মালিক আব্দুল খালেক এলাকার সমাজপতিদের দ্বারে দ্বারে ধর্না দিয়েও কোন ফল পাচ্ছেন না। আদালতের নির্দেশে উপজেলা প্রশাসন কয়েক দফা সরেজমিনে তদন্ত করে ওই জমিটি আব্দুল খালেকের বলে প্রতিবেদন দিলেও প্রভাবশালীদের ঈশারায় ভূমি খেকো নছর উদ্দিনের পুত্র কামাল মিয়া জোরে বলে ওই ভূমি দখল ও বিক্রির পায়তারা চালিয়ে যাচ্ছে। জানাযায়, রাণীরকোট মৌজার ৪১৯ নং দাগে ৮ শতক ভূমি রাণীরকোট গ্রামের মৃত হাজী সবদর আলী মুনসী’র পুত্র আঃ খালেক পৈত্রিক ভাবে মালিক ও দখলদার। সম্প্রতি তথ্য গোপন করে একই গ্রামের নছর উদ্দিনের পুত্র কামাল মিয়া ওই ৮শতক ভূমি নিজের নামে নামজারী করে নেয়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে জমির মালিক আব্দুল খালেক নামজারী বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে মামলা দায়ের করলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মশিউর রহমান নামজারীটি বাতিল বলে রায় দেন। কিন্তু এতে থেমে থাকেনি অবৈধ দখলদার কামাল মিয়ার অপতৎপরতা। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে মামলার তদন্তভার দেয়া হয় সহকারী কমিশনার (ভূমি) কে। আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তন্ময় ইসলাম সরেজমিন তদন্তে গেলে মোঃ আব্দুল খালেককে উক্ত ভূমির দখলদার ও স্বত্ত্ব ভোগী হিসেবে যাবতীয় প্রমাণাদি খোজে পান। এবং উক্ত ভূমির প্রকৃত মালিক আব্দুল খালেককে উল্লেখ করে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। কিন্তু আইনি প্রক্রিয়ায় পরাজিত হয়ে সম্প্রতি কামাল মিয়ার পূর্বের বাতিলকৃত নামজারী পর্চা দিয়ে এলাকার একটি প্রভাবশালী মহলের কাছে ৮শতক ভূমি বিক্রি করার পায়তারায় লিপ্ত রয়েছে। এ নিয়ে এলাকায় পক্ষে বিপক্ষে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহূর্তে উভয়পক্ষের মাঝে সংঘর্ষের আশংকা রয়েছে।

প্রথম পাতা