প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থা ইউএই-এর আহবায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা
তারিখ: ২৯-জুলাই-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থা, ইউ এ ই এর আহবায়ক কমিটির উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজায় হোটেল বাইতির হল রুমে গত ১৪ জুলাই মঙ্গলবার রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তৈয়ব আলী তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক  আব্দুল আওয়াল ও আহবায়ক কমিটির সদস্য  স্বপন কুমার পাল এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংস্থার প্রধান পৃষ্ঠপোষক, আহবায়ক কমিটির অন্যতম সদস্য, দুবাই ও কানাডার বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা এবং বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বাবু রাখাল কুমার গোপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, দুবাইতে কর্মরত ইংল্যান্ড প্রবাসী এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাফিউর রহমান চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য সচিব সালেহ আহমেদ তালুকদার, বিশিষ্ট কমিউনিটি নেতা ও আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল কাইয়ুম, আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী মিজানুর রহমান (শাহিন), শারজাহ জনতা ব্যাংকের ম্যানেজার মাহাবুব হুসাইন, দুবাই মিউনিসিপিলিটির সিনিয়র প্রকৌশলী আবু হেনা, প্রকৌশলী তোবারোক হোসেন লাভু এবং কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, মোঃ মুজিবুর রহমান, বচন মিয়া, শফিউল আলম তালুকদার, লুৎফুর রহমান, দিলোয়ার হোসেন তালুকদার, স্বাধীন চকদার, রাসেল মিয়া, নোমান আহমেদ, বায়েজিদ মিয়া, মীর খোকন এবং তানবির রানা। পরে দেশ ও জাতির শান্তি এবং প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

প্রথম পাতা