জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আবেদন ॥ শহরের রাজনগর এলাকার এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা
তারিখ: ২৯-জুলাই-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে লিখিত আবেদন করেছেন হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা মোড় এলাকার বাসিন্দা ইউসুফ আহাম্মদ সেলিম নামে এক ব্যক্তি। তিনি গত ২৩ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব বরাবরে এ আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, ‘ফুল মোহাম্মদের স্ত্রী শাহানা বেগম সম্পত্তি সংক্রান্ত বিষয়ের জের ধরে ইতিপূর্বে ইউসুফ আহম্মদ সেলিমের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে মামলাটি মিথ্যা প্রমানিত হয়। বর্তমানেও ফুল মোহাম্মদ, ফারুক আহমদ ও শাহানা বেগমসহ তার লোকজন সেলিমকে তার উত্তরাধীকার সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা ষড়যন্ত্র করছেন। চলছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পায়তারা। শুধু তাই নয়, দেয়া হচ্ছে অপহরণ করে মেরে ফেলার হুমকি। বিষয়টি বারবার অবগত করা হলেও পাত্তা দেয়নি থানা পুলিশ। পরে সেলিম উপায়ান্তর না দেখে নিজের জীবন বাঁচাতে চলে যান আত্মগোপনে এবং আত্মগোপনে থেকেই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বরাবরে লিখিত আবেদন করেন।’

স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর প্রেরিত আবেদনে ইউসুফ আহাম্মদ সেলিম ন্যায়বিচার ও তার জীবন রক্ষার স্বার্থে হবিগঞ্জের জেলা প্রশাসককে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, সেলিমের দাদি মৃত সমর চান বিবির ৯জন বৈধ ওয়ারিশান রয়েছেন। এর মধ্যে সেলিমের পিতা মৃত ফজল মাহমুদ ব্যতিত অবশিষ্ট ৮ জনই তাদের ন্যায্য অংশ ১৯৯৪ সনে ফুল মোহাম্মদের নিকট দলিলমূলে বিক্রি করেন। কিন্তু ফুল মোহাম্মদ সম্পূর্ণ বল প্রয়োগ করে সেলিমের পিতার ন্যায্য অংশ ভোগ দখল করছেন।

প্রথম পাতা