সদর উপজেলার রাজিউড়ায় বাড়ি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা
তারিখ: ২৯-জুলাই-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের চানপুর গ্রামে ৪০ বৎসরের অধিক দখলীয় একটি জমি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসি। স্থানীয় সূত্র জানা যায়, ওই গ্রামের ছুরুত আলী তার ভাতিজির জামাতা জিতু মিয়ার নিকট একটি জমি ৪০ বছর পূর্বে বিক্রি করে। ছুরুত আলী মারা যাবার পর তার পুত্র মরম আলী, ফিরোজ আলী, আইয়ুব আলী ও সাদেক আলী ওই জায়গাটি জিতু মিয়ার দখল থেকে উদ্ধারের চেষ্টা চালায়। এ নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি ও সালিশ বৈঠক হয়। তারপরও তারা ক্ষান্ত হয়নি। উপরন্তু জিতু মিয়াকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে জিতু মিয়া অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ওই গ্রামের জিতু মিয়ার দখলীয় বাড়িতে এক সালিশ হয়। এতে বিভিন্নস্থানের মুরুব্বীগণ ও সরকারি সার্ভেয়ার জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিচারে ৪০ বছর ধরে জিতু মিয়া ওই জমি ভোগ দখলে ছিলেন বলে জমিটির মালিক জিতু মিয়া বলে মন্তব্য দেয়া হয়। তবে এ মন্তব্য মানেননি মরম আলী ও তার ভাইয়েরা। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

প্রথম পাতা