বাহুবলের স্নানঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন
তারিখ: ২৬-মে-২০২৩
বাহুবল প্রতিনিধি \

 বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে আব্দুল মতিন বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রেজিয়া খাতুন ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪৯৮ ভোট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিউজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। এর আগে ঐ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও ঘোষিত ফলাফলে লিটন মিয়া তালা প্রতীকে ৪৪২ ভোট, জিতু মিয়া টিউবওয়েল প্রতীকে ৩৫৬ ভোট, আব্দুর রহমান মোরগ প্রতীকে ৩৮ ভোট, সামছুল আলম ভ্যান গাড়ি প্রতীকে ৩২ ভোট ও ময়না মিয়া ফুটবল প্রতীকে ২১ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, স্নানঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কমলা মিয়া মৃত্যুবরণ করলে ঐ ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ২৭১৫। এর মধ্যে ১৯০২ ভোট কাস্টিং হয়েছে। কাস্টিং ভোটের সবগুলোই বৈধ ঘোষিত হয়।