বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীর গ্রেফতারের দাবীতে দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ
তারিখ: ২৬-মে-২০২৩
স্টাফ রিপোর্টার \

বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বাজারের সকল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং সদরের নতুন বাজারের সকল ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে এ প্রতিবাদ করেছেন। তারা বাজার কমিটির কর্মকর্তা ও দোকান কর্মচারীর উপর হামলাকারী চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম প্রদান করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি সাবাজুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, ক্রিড়া সম্পাদক মোশাহিদ মিয়া, সদস্য মাওলানা আব্দুল মুকিত, রবিউল ইসলাম রবিসহ ব্যবসায়ী নেতারা। বক্তারা বলেন প্রথমরেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর দীর্ঘদিন থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে যুবসমাজকে ধ্বংস করে আসছে। তার মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বাজারের শরিফ স্টোরের কর্মচারী রাকিবকে মারধর করে। এর বিচার করায় বাজারের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানের উপরও হামলা চালায়। তার সন্ত্রাসী কর্মকান্ডে সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তারা মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম নেন। নইলে বাজার বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুশিয়ারী ব্যক্ত করেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা কয়েক ঘন্টা দোকান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গিরের গ্রেফতারের দাবী জানান। এ ব্যাপারে বাজার কমিটির সহ-সভাপতি সাবাজুর রহমান জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে। এতে যুব সমাজ বিপথে যাচ্ছে। এছাড়া বাজার বমিটির নেতা ও দোকান কর্মচারীকেও মারধর করেছে এ মাদক কারবারী। তাই ব্যবসায়ীরা তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে কঠোর আ্েদালনের ঘোষণা দেয়া হবে।